ঢাকা ২৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বোনের পর ভাই নাফিও চলে গেল আজও প্রবেশে কড়াকড়ি বার্ন ইনস্টিটিউটে নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন: এরদোগান ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা গাজায় অনাহারে একদিনে ১৫ জনের মৃত্যু হাইকোর্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত ভয়েসে টাইপ থেকে স্ক্যানার—দারুণ কিছু সুবিধা এক ক্লিকেই! দক্ষিণ আফ্রিকাকে সহজে হারালো নিউজিল্যান্ড মস্কোর উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘সোল মেট’

শনিবার সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:11 AM

news image

হামাস আগে থেকে নির্ধারিত জিম্মি চুক্তির সময়সূচি বাস্তবায়নে ‌‘প্রতিশ্রুত’ রয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলজাজিরার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের। আবু জুহরি বলেন, হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে। তবে শনিবারে তারা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না। আবু জুহরির এই মন্তব্য সম্ভবত হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলজাজিরার কাছে দেওয়া একটি বড় বক্তব্যের অংশ ছিল। এদিকে বুধবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ সতর্ক করে বলেছেন, যদি হামাস শনিবারের মধ্যে ইসরাইলি জিম্মি মুক্তি না দেয়, তবে পরিস্থিতি অবর্ণনীয়ভাবে খারাপ হবে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যতদূর আমার মনে হয়, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দেয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময়। আমি বলব, এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চাই। আমরা তাদের সবাইকে ফিরে পেতে চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম