ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ফেনীতে বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই মাদরাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর মরদেহ, হত্যার অভিযোগ খাবারের জন্য অপেক্ষায় থাকা ৮৫ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৯ ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে যেসব সবজি প্লে স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপ চেনার উপায় ৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষার সূচি ও আসন বিন্যাস প্রকাশ ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ফের বাজিমাত ইংল্যান্ডের ক্রাশ প্রোগ্রাম বাতিল, এনআইডি আবেদনে ফের সুযোগ

লিথুয়ানিয়ায় হঠাৎ চার মার্কিন সৈন্য নিখোঁজ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২৫,  10:50 AM

news image

বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়ায় হঠাৎ চার মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। নিয়মিত প্রশিক্ষণ মহড়ার সময় তারা নিখোঁজ হন। তাদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকা কমান্ডের জনসংযোগ দফতরের তথ্যানুযায়ী, নিখোঁজ সৈন্যদের সন্ধানে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের কাছে পাব্রাডে বর্তমানে বহুজাতিক অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। এক বিবৃতিতে দফতর জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় ওই সৈন্যরা— যারা সবাই তৃতীয় পদাতিক ডিভিশনের ১ম ব্রিগেডের— সামরিক এলাকায় নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিলেন ভি কর্পসের কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল চার্লস কোস্টানজা বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে লিথুয়ানিয়ান সশস্ত্র বাহিনী এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানাতে চাই, যারা দ্রুত অনুসন্ধান অভিযানে আমাদের সাহায্যে এগিয়ে এসেছেন।” তিনি আরও বলেন, “এই ধরনের দলবদ্ধতা এবং সমর্থন আমাদের অংশীদারিত্ব এবং মানবতার গুরুত্বকে উদাহরণ হিসেবে সামনে আনে যে, আমরা আমাদের কাঁধে কোন পতাকা রাখি (কোনও সমস্যায় পড়লে) তা বিবেচনায় রাখা হয় না।” এদিকে, মার্কিন সেনাবাহিনী জানিয়েছে নিখোঁজ ওই সৈন্যদের ব্যবহৃত সাঁজোয়া যান এম৮৮ একটি জলাশয়ে ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সৈন্যদের সন্ধান মেলেনি। সামরিক কর্মকর্তারা নিখোঁজ সৈন্যদের পরিচয় প্রকাশ করেননি। অন্যদিকে তদন্তকারীরা কোন পরিস্থিতিতে তারা নিখোঁজ হয়েছেন তা পরীক্ষা করে দেখছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এবং বাল্টিক সাগরের মাঝখানে অবস্থিত প্রায় ১৯ লাখ জনসংখ্যার একটি ছোট দেশ লিথুয়ানিয়া। এই দেশটিতে মার্কিন বাহিনী নিয়মিতভাবে সামরিক জোট ন্যাটোর মিত্রদের সঙ্গে যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশগ্রহণ করে থাকে। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, এপি, রয়টার্স, আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম