ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৫, 10:57 AM

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৫, 10:57 AM

ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট
ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে দেখা দিয়েছে পানির সংকট। এ অবস্থায় দেশটির সরকার বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে রাজধানী তেহরানে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরার। ইরানের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে এ সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রবিবার তেহরানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি, যা সোমবার আরও বেড়ে ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী রবিবার এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছেন, তাপপ্রবাহের কারণে তেহরানে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পানির ঘাটতি ও বিদ্যুৎ চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে ইরানে পানি সংকট এখন গভীর আকার ধারণ করেছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের শুষ্ক প্রদেশগুলোতে এই সংকট আরও প্রকট। সংশ্লিষ্টরা বলছেন, পানি ব্যবস্থাপনায় দুর্বলতা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন এর জন্য মূলত দায়ী। তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান নাগরিকদের পানি সাশ্রয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। একই ধরনের আহ্বান জানানো হয়েছে একাধিক প্রদেশেও। রাজধানীর পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, টানা কয়েক বছর বৃষ্টিপাত কম হওয়ায় তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে নিচু স্তরে রয়েছে। বাসিন্দাদের অন্তত ২০ শতাংশ পানি ব্যবহার কমাতে অনুরোধ করা হয়েছে। শনিবার ইরানের রক্ষণশীল পত্রিকা জাভান-এর এক প্রতিবেদনে বলা হয়, সংকট মোকাবিলায় তেহরানের কিছু এলাকায় পানি সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এতে করে কয়েকটি অঞ্চলে প্রতিদিন ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি বন্ধ থাকছে। পানি সরবরাহ সীমিত হওয়ায় গতকাল রবিবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। তিনি আশ্বস্ত করেছেন, যথাযথ ব্যবস্থার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।