ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৫, 11:01 AM

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৫, 11:01 AM
ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৯
ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে একটি পিকআপ ভ্যান ও একটি স্পোর্ট ইউটিলিটি যানের (এসইউভি) মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে মান্তা উপকূলীয় শহর ও পানামা টুপি উৎপাদনের জন্য খ্যাত মন্টেক্রিস্টি শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইকুয়েডর ট্রাফিক কমিশনের তদন্ত কর্মকর্তা হুয়ান কার্লোস মার্তিয়ো সাংবাদিকদের বলেন, “আমরা ধারণা করছি, কোনো একটি যানবাহন বিপরীত লেনে উঠে গিয়েছিল।” স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় ও ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। মার্তিয়ো আরও বলেন, নিহতের সংখ্যা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন