রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৫, 1:53 PM

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৫, 1:53 PM

রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি
মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতের দিকে মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকা থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি নেন। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক গণমাধ্যমকে বলেন, ক্যানসার হাসপাতালের পেছনে নির্জন জায়গা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই শিশুটি ফুটপাতেই থাকত। গত রাতে সে ধর্ষণের শিকার হয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এস আই বলেন, কে বা কারা ওই শিশুটিকে ধর্ষণ করেছে, তা জানা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ। তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।