ঢাকা ২৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বোনের পর ভাই নাফিও চলে গেল আজও প্রবেশে কড়াকড়ি বার্ন ইনস্টিটিউটে নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন: এরদোগান ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা গাজায় অনাহারে একদিনে ১৫ জনের মৃত্যু হাইকোর্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত ভয়েসে টাইপ থেকে স্ক্যানার—দারুণ কিছু সুবিধা এক ক্লিকেই! দক্ষিণ আফ্রিকাকে সহজে হারালো নিউজিল্যান্ড মস্কোর উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘সোল মেট’

যুক্তরাষ্ট্রে প্লেনের ওপর আরেক প্লেন আছড়ে পড়ে নিহত ১

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  11:07 AM

news image

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমানবন্দরে পাকিং করা প্লেনের ওপর আরেকটি মাঝারি আকারের প্লেন আছড়ে পড়েছে। এতে করে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। সোমবার অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, প্লেনটি কী কারণে রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।  ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। লিয়ারজেড ৩৫এ প্লেনটি ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট প্লেনটির ওপর আড়ছে পড়ে রানওয়েতে অবতরণের সময়। সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। যাতে ৬৭ জন নিহত হয়। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং আরও ১০ জন নিহত হয় আলাস্কাতে বিমান দুর্ঘটনায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম