ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খাবারের জন্য অপেক্ষায় থাকা ৮৫ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৯ ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে যেসব সবজি প্লে স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপ চেনার উপায় ৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষার সূচি ও আসন বিন্যাস প্রকাশ ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ফের বাজিমাত ইংল্যান্ডের ক্রাশ প্রোগ্রাম বাতিল, এনআইডি আবেদনে ফের সুযোগ রাজধানীতে একই স্থানে দুইবার ককটেল বিস্ফোরণ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের ‘মাস্তুল’

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৫,  10:50 AM

news image

উত্তর মেক্সিকোতে ভয়াবহ এক সড় দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দেশটির নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।  জেলা নাগরিক সুরক্ষা পরিচালক এরিক কাভাজোস জানিয়েছেন, নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক পাহাড়ি রাস্তা থেকে ৪’শ ফুট নিচে খাদে পড়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে।  কাভাজোস আরো জানান, পিকআপ ট্রাকে আরোহীদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক নাবালকের মৃত্যু হয়। সান্তিয়াগোর পৌরসভার সভাপতি ডেভিড দে লা পেনা বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে যে বাহনটি পড়ে যাওয়ার ফলে বনে আগুন লেগেছিল যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।  গত ১১ মার্চ, মেক্সিকোর উত্তর ও দক্ষিণে দুটি হাইওয়ে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। এছাড়াও, এই বছরে গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্যাম্পেচে রাজ্যে একটি পণ্যবাহী ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বহুগুণ বেড়েছে। যার অধিকাংশই সাধারণত পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা। এর প্রধান কারণ হল যানবাহনের খারাপ অবস্থা এবং বেপরোয়া গতি বা চালকের ক্লান্তি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম