
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৫, 12:16 PM

মাইলস্টোন ট্র্যাজেডি: আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম
উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে আগামী শনিবার পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আজ সোমবার থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। মঙ্গলবার (২৯ জুলাই) এ নিশ্চিত করেন স্কুল প্রশাসন। এদিকে বিধ্বস্তের কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। সাবেক সচিব একেএম জাফর উল্লা খানকে সভাপতি করে গঠিত এই কমিশন চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে। অন্যদিকে বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমানবাহিনী জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে চীনের একটি বিশেষজ্ঞ দল শিগগিরই তদন্তে যোগ দেবে। জানান, রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় যুদ্ধবিমান ঘাঁটি থাকা অপরিহার্য। আর বিমানঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই তাদের।