ঢাকা ২৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দৌলতখান উপজেলার কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন নীলা ইস্রাফিল তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব ১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, পরে যোগদান হাতিয়ায় ট্রলারে বাল্কহেডের ধাক্কা, নিহত ২ জুলাই সনদকে একটি ঐতিহাসিক দলিল বানাতে চায় কমিশন: আলী রীয়াজ ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

স্বাভাবিক হয়নি মাইলস্টোনের পরিবেশ, রোববার ও সোমবার ছুটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  11:12 AM

news image

বিমান দুর্ঘটনার চার দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে না পারায় রোববার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান ফটকের সামনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। অনেকে গেটের ফাঁকা অংশ দিয়ে দুর্ঘটনাস্থল দেখতে চেষ্টা করছেন। সকাল থেকেই শিক্ষক ও কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। অনেক অভিভাবক এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে প্রিন্সিপালসহ দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্কুলের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, আগামীকাল (রোববার) থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজ শাখার ক্লাস শুরুর চিন্তাভাবনা থাকলেও শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় আরও দুদিন ছুটি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল বলেন, “দুর্ঘটনার পর শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে শিক্ষকরা।” তিনি আরও জানান, দুর্ঘটনায় নিখোঁজ থাকা পাঁচজনের মরদেহ শনাক্ত করে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আর কেউ নিখোঁজ নেই। একইসঙ্গে, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কৌতূহলের কারণে এখনও শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে ভিড় লেগেই আছে। দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে অভিভাবক ও শিক্ষকরা একসাথে কাজ করছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সূত্র :  চ্যানেল 24

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম