বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার আ.লীগ নেতা
নিজস্ব প্রতিনিধি
১০ জুন, ২০২৫, 1:53 PM

নিজস্ব প্রতিনিধি
১০ জুন, ২০২৫, 1:53 PM
বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার আ.লীগ নেতা
যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন জি এম সাহাবউদ্দিন আজম বলে আওয়ামী লীগের এক নেতা। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এসময় তার স্ত্রী সঙ্গে থাকলেও অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সাহাবউদ্দিন আজম। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর করা মামলাসহ গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে জি এম সাহাবউদ্দিন আজমের বিরুদ্ধে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, আগে থেকেই ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়েছিল।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে, সেহেতু তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।