ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন কোহলি

#

স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০২৫,  11:50 AM

news image

পেসার আভেশ খানকে পুল করে মিড-অন ও মিডউইকেটের মাঝামাঝি দিয়ে চার মারলেন বিরাট কোহলি। আর তাতেই ভারতের ব্যাটিং গ্রেটের নাম খোদায় হয়ে গেল ইতিহাসের পাতায়। ক্রিকেট রেকর্ডের বরপুত্র গড়লেন আরেক কীর্তি।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড অনেক আগে থেকেই কোহলির। এক্ষেত্রে এবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি স্পর্শ করলেন ৯ হাজার রানের মাইলফলক। মাইলফলকটি ছুঁতে আইপিএলে মঙ্গলবার (২৭ মে) লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ২৪ রান। রান তাড়ায় পঞ্চম ওভারে আভেশকে বাউন্ডারি মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।

১০ চারে ৩০ বলে ৫৪ রান করে আউট হয়ে যান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭১ ইনিংসে কোহলির রান এখন ৯ হাজার ৩০। গড় ৩৯.৬০ আর স্ট্রাইক রেট ১৩৩.৬৯। ৮টি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৬৫টি। এই তালিকায় কোহলির ধারেকাছেও কেউ নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৩০ ইনিংসে ৬ হাজার ৬০ রান করে দুইয়ে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শার্মা। ৬ হাজার রান নেই আর কারো।

আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডও অনেক আগে থেকে কোহলির। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন তিনি। এখানে ২৫৭ ইনিংসে তার রান ৮ হাজার ৬০৬। এ ছাড়া দলটির হয়ে বিলুপ্ত হওয়া যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে তার রান ১৪ ইনিংসে ৪২৪।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির রেকর্ডধারী কোহলি এবার সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডও একার করে নিলেন (৬৩)। এখানে তিনি ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৬২)।

চলতি আসরে ১৩ ইনিংসে ৮টি ফিফটিতে কোহলির রান এখন ৬০২। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের ভিন্ন পাঁচ আসরে ছয়শ বা এর বেশি রানের কীর্তি গড়লেন তিনি। চার আসরে আছে লোকেশ রাহুলের, তিনটি আসরে ক্রিস গেইল ও ওয়ার্নারের। এবারের আসরে রান তাড়ায় ছয় ইনিংসের পাঁচটিতেই কোহলি স্পর্শ করেছেন পঞ্চাশ। এক্ষেত্রে একমাত্র যেটিতে ফিফটি করতে পারেননি, সেই ইনিংসটিও ৪৩ রানের। এখনও প্লে-অফের লড়াই বাকি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম