বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করছে টিকটক
আইটি ডেস্ক
২৫ মে, ২০২৪, 2:57 PM

আইটি ডেস্ক
২৫ মে, ২০২৪, 2:57 PM

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করছে টিকটক
বর্তমান সময়ের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। অনেকেই এখান থেকে বিভিন্ন কনটেন্ট উপভোগ করেন। বিশ্বে এর শতকোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। তবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্রেও নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এরপরই সোশ্যাল মিডিয়া কোম্পানিটি কর্মচারীদের ছাঁটাই করার ঘোষণা করে। চীনের বাইটড্যান্স নামে প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা এই টিকটকের দেখভালের দায়িত্বে রয়েছে। গত ২৪ এপ্রিল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদনের পরপরই টিকটক অ্যাপ নিষিদ্ধের বিলে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরই ফেডারেল সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করে। এদিকে এই নিষেধাজ্ঞার পর বাইটড্যান্স মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে চায়। তাদের অভিযোগ মার্কিন প্রশাসন টিকটকের ওপর অহেতুক চাপ সৃষ্টি করছে। প্রচারে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও মনে করছেন বাইটড্যান্স। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট অ্যামেন্ডমেন্ট রাইটস বা সংশোধিত নাগরিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলেও টিকটক মনে করছে। বলা হচ্ছে, টিকটকের বিভিন্ন ফিচার মার্কিন মুলুকে বাজার ধরে রাখতে উদগ্রীব। এরমধ্যে বাজার ও কনটেন্ট বিভাগের এক হাজারের মতো কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানের আর্থিক ব্যয়ভার কমানোর জন্যই এই ছাঁটাই বলে প্রযুক্তিবিদদের মতোই মনে করেন সংস্থাটির কর্মচারীরাও।