ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি যুক্তিযুক্ত : নানক

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২১,  12:51 PM

news image

বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার যে দাবি শিক্ষার্থীরা করছেন, তা যুক্তিযুক্ত বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল বুধবার (২৪ নভেম্বর) রাতে ধানমন্ডিতে তার ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে এসময় ছাত্রদের এই দাবিকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি যাতে সৃষ্টি না করা হয় সে জন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

নানক বলেন, আমি মনে করি, হাফ ভাড়ার বিষয়টি নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নৈতিক। অবশ্যই আমি এই দাবির সঙ্গে একমত। তিনি বলেন, ১৯৬৯-৭০ সালে থেকে আমরা বাসে হাফভাড়া নিয়ে দাবি করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে দাবি অনুসারে ছাত্ররা অর্ধেক ভাড়া দেওয়ার সুযোগ পায়। পরে স্বাধীন বাংলাদেশেও এভাবেই চলছিল। কাজেই বর্তমান প্রেক্ষপটে যখন বাস ভাড়া অনেক বেড়েছে, তখন আমি মনে করি ছাত্রদের এ দাবি অত্যন্ত যুক্তিযুক্ত। তিনি বলেন, আমি সকল বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছাত্রদের এই দাবি মেনে নেওয়ার অনুরোধ জানাবো। এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দাবি যুক্তিযুক্ত হলেও এটাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি অবশ্যই যুক্তিযুক্ত নয়। আমি সকলের উদ্দেশ্যেই বলছি, বাস ভাড়াকে কেন্দ্র করে যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম