ঢাকা ২৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
পাঁচ মাস ১০ দিন পর খুলল কুয়েট টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর লাশ উদ্ধার চীনে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় নিহত ৩০ অপ্রয়োজনীয় ই-মেইল বন্ধের উপায় দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু পিরলোর বিদেশ ভ্রমণের জিওতে থাকতে হবে পাসপোর্ট নম্বর ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: শীর্ষ দুই ইসরায়েলি মানবাধিকার সংস্থা প্রশিক্ষণের নামে সাড়ে ৭ কোটি টাকা লোপাট আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, হঠাৎ সারা দেশে 'বিশেষ সতর্কতা' জারি

বাসভবনে ড্রোন হামলার পর নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২৪,  11:09 AM

news image

শনিবার তেল আবিব শহরের উত্তরে সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী ও পরিবারের কোনও সদস্য ওই বাসভবনে ছিলেন না। ফলে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এদিকে, এই ড্রোন হামলাকে হত্যাচেষ্টা উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, এ জন্য ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘চড়া মূল্য’ দিতে হবে। নেতানিয়াহু বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।

গাজা যুদ্ধের মধ্যেই গত সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা জবাবে হিজবুল্লাহও প্রায়ই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ছে। এরই মধ্যে নেতানিয়াহুর বাসভবনে হামলাকে ‘গুরুতর নিরাপত্তা ব্যর্থতা’ হিসেবে দেখছে ইসরায়েল।  ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে কীভাবে এই ড্রোন আঘাত হানল, তা নিয়েও তদন্ত শুরু করেছে দেশটি।

নেতানিয়াহুর বাসভবন ছাড়াও শনিবার ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিন সকাল থেকেই দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অন্তত ১১৮টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে বেশির ভাগ রকেটই ছোড়া হয় উত্তর ইসরায়েল লক্ষ্য করে। সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম