
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৫, 10:52 AM

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর লাশ মিলেছে। নিখোঁজের ৩৭ ঘণ্টা পর মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার বাশপট্রি এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই নারীর নাম ফারিয়া তাসনিম জোতি (৩২)। তিনি চুয়াডাঙ্গা সদর থানার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। জোতি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং করপোরেশনের সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে নিঁখোজ হন তিনি। জানা যায়, রোববার রাতে টানা বৃষ্টির মধ্যে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। পরে সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় জনতা উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের লোকজনকে হুমকি দিয়ে মহাসড়ক অবরোধ করে। এরপর ফায়ার সার্ভিস চলে যায়। রাত ৯টা পর্যন্ত অবরোধ চলে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘লাশ উদ্ধার হয়েছে।’ টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিখোঁজ নারীর লাশ টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে।