বন্ধ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আটকা ৫০০ ট্রাক, ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার
২৯ জুন, ২০২৫, 10:10 PM

NL24 News
২৯ জুন, ২০২৫, 10:10 PM

বন্ধ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আটকা ৫০০ ট্রাক, ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার
মনিরুজ্জামান মনি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ফলে সাতক্ষীরার গুরুত্বপূর্ণ ভোমরা স্থলবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সকল কার্যক্রম। এতে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৯ জুন) সকাল থেকেই ভোমরা কাস্টমস হাউজের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। কর্মকর্তাদের কাউকে অফিস চত্বরে দেখা যায়নি। বন্দরের দুই পাশে স্তূপ হয়ে থাকা ট্রাকগুলো এখন যেন একেকটি বোবা আর্তনাদ। ভারত থেকে আসা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক বন্দরের দুই প্রান্তে আটকে রয়েছে। পণ্য নামছে না, উঠছে না। এনবিআরের এই কার্যক্রম বন্ধ হওয়ায় সর্বাধিক বিপাকে পড়েছেন দিনমজুর, ড্রাইভার-হেল্পারসহ সাধারণ খেটে খাওয়া মানুষজন। কেউ কেউ দুই দিন ধরে অসহায় অবস্থান করছেন বন্দরের আশপাশে। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন, আর শ্রমজীবী মানুষ পড়েছেন অনিশ্চয়তায়। ভোমরা বন্দরের আশপাশে গড়ে ওঠা হোটেল, চায়ের দোকান, পণ্য গোডাউন- সব জায়গায় নেমে এসেছে নিস্তব্ধতা। এসব ছোট ব্যবসার উপর নির্ভরশীল মানুষ এখন দিশেহারা। অথচ, কবে এই অবস্থা কেটে যাবে, কেউ জানে না। একজন স্থানীয় ব্যবসায়ী জানান, “প্রতিদিন এই বন্দর দিয়ে কোটি কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। এখন শুধু আমরা না, সরকারও হারাচ্ছে রাজস্ব, দেশের অর্থনীতিও ঝুঁকিতে।” এ বিষয়ে কাস্টমসের কেউ প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এনবিআরের চলমান আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মবিরতি চলছে। বন্দরের এমন অচলাবস্থা কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, এটি মানুষের জীবিকা, স্বপ্ন ও সম্মান হারানোর প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে পরিস্থিতির সমাধান না হলে সামনে আরও বড় সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।’