ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্দর নবীগঞ্জে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন

#

১৮ জুন, ২০২৫,  1:12 PM

news image

বন্দর প্রতিনিধি : বন্দর থানার নবীগঞ্জ এলাকার অলিম্পিয়া আবাসিক এলাকায় ১৭ জুন রাত ৮ টার সময় পাষণ্ড স্বামী সিফাতের হাতে স্ত্রী স্মৃতি খুন। ঘটনাস্থলে গেলে গৃহবধূ স্মৃতির পিতা লিটন জানান আমার মেয়ে স্মৃতির সাথে নবীগঞ্জ অলম্পিক এলাকার মৃত জহিরুল ইসলাম এর ছেলে সিফাত এর সাথে পূর্বে প্রেমের সম্পর্ক ঘরে উঠে। সিফাতের সাথে গত ৩ মাস আগে পালিয়ে বিয়ে করে তারা দুইজন, আমি তা মেনে নিতে চাইনি, পরে আমার স্ত্রী অনুরুধে আমি ছেলের আত্মীয় স্বজনদের বসে একটা সমাধান করার কথা বলি যেহেতু তারা বিয়ে করে ফেলেছে এখন কি আর করার কিন্তু ছেলের পরিবারের লোকজন আমাকে কোন পাত্তাই  দেয়নি উল্টো অপমান করে পরে হুমকি দমকি দিয়ে তাড়িয়ে দেয়। আমি আমার মেয়ের খোজ নেওয়া ও বন্ধ করে দেই।

আজ আমার ছোট ভাই আমাকে ফোন  দেয়  জানতে পারি আমার মেয়ে মারা গেছে আমি খবর পেয়ে আমার মেয়ের শাশুর বাড়িতে ছুটে আসি এসে আমি আমার মেয়ের শাশুড়ী দরজার সামনে দাঁড়িয়ে ছিলো তাকে  জিজ্ঞেস করি আমার মেয়ে স্মৃতি কোথায় সে আমাকে জানায় আমার মেয়ে নাকি দেবরের ঘরে। পরে আমি দোতালায় তার দেবরের ঘরে খোজতে গেলে দেখি সে ঘরে নাই পরে আমি নিচে চলে আসি এসে দেখি আমার মেয়ের শাশুড়ী পালিয়েছে এবং তাদের দরজা বন্ধ। আমি দরজা ধাক্কা দিলে দেখি ভিতর থেকে আটকানো পরে দরজা ভেঙ্গে বিতরে প্রবেশ করি, দেখি আমার মেয়ের লাশের মাথার পিছনে আমার মেয়ের দাদি শাশুড়ী বসা তাকে বলি আমার মেয়েকে মেরে ফেলেছেন বলে চিৎকার করি, পরে চেয়ে দেখি সে ও পালিয়েছে।

তিনি সিফাত ও তার পরিবারের লোকজন তার মেয়েকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন।  এলাকাবাসীর জানায়, বিয়ের পর থেকেই সাংসারিক পাওনা দেওয়া নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো বললেন প্রতিবেশীরা জানিয়েছেন আর ছেলিটি ছিল মাদক সেবী ও ছিনতাইকারী, কাজ কর্ম না করার কারেন ঘরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এলাকাবাসী আরো জানায় ঘটনার খবর পেয়ে আমরা সবাই এসে দেখি স্বামী সিফাত ও তার পরিবার আগেই পালিয়ে যায়। এলাকাবাসী থেকে খবর পেয়ে বন্দর থানার তদন্ত পুলিশ আসে, লাশ সুরাতাহারের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে । এই বিষয়ে জানতে চাইলে বন্দর থানা তদ্রন্ত অফিসার জানান তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং লাশটি  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করা হয়েছে। হত্যা না কি আত্ম হত্যা সে বিষয়ে তদন্ত রিপোর্ট আসলে বলতে পারবো। এই ব্যাপারে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম