ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিপুণকে চুমু খেতে চাওয়ার অভিযোগে যা বললেন পীরজাদা

#

বিনোদন প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  11:07 AM

news image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে  গুরুতর অভিযোগ এনেছেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন পীরজাদা হারুন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নিপুণ অনেক অভিযোগের মধ্যে একটি অভিযোগে বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছিলেন। ওই গালে দুইটা চড় লাগানো উচিত ছিল, যেটা আমি করিনি। আমার নারী প্রার্থী জেসমিন ও শাহানুর ছিল, যখন উনি ওই কথা বলেছেন।’

তবে আজ সন্ধ্যায় এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় পীরজাদা হারুন বলেন, ‘নিপুণকে চুমু খেতে চাওয়ার অভিযোগ সত্য নয়। এমন কোনও ঘটনাই ঘটেনি।’ একাধিকবার নিপুণের অভিযোগ অস্বীকার করে একই কথা বলেছেন পীরজাদা হারুন। চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ১৩ ভোটে হারিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু এই ফলে অসন্তোষ জানিয়েছেন নিপুণ। সংবাদ সম্মেলনে আসার আগে বনানী থানায় নিজের জীবনের নিরাপত্তাহীনতার জন্য একটি জিডি এবং জায়েদ খানের চ্যাটের ব্যাপারে পুলিশপ্রধানের কাছে অভিযোগ আকারে দিয়ে এসেছেন বলে জানান এই অভিনেত্রী। নির্বাচনে নিপুনের প্যানেল থেকে সভাপতি পদে জয়লাভ করেছেন ইলিয়াস কাঞ্চনসহ ১০ জন প্রার্থী। তাই নিপুন চান না পুরো নির্বাচন পুনরায় হোক। জায়েদ খানের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁর পদটি স্থগিত করে এ পদে পুনরায় নির্বাচন করতে চান নিপুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম