ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দে‌শে এখ‌নও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: হাসনাত আব্দুল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৫,  10:45 AM

news image

জাতীয় নাগ‌রিক পা‌র্টির মুখ‌্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ব‌লেছেন, গত দেড় দশক ধরে দে‌শে ইসলামিক পড়াশোনা, বিশেষ করে মাদ্রাসাগুলোকে সব সময় দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদেরকে সবসময় সবকিছু থেকে বঞ্চিত করে রাখা হতো। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে।  বুধবার বি‌কে‌লে কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে সুজাত আলী সরকারী ক‌লেজ মা‌ঠে জাতীয় নাগ‌রিক পা‌র্টি আ‌য়ো‌জিত হিফজুল কোরআন প্রতি‌যোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।  হাসনাত আরও ব‌লেন, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশটাকে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হি‌সে‌বে তৈরি করতে পেরেছি। দে‌শে এখ‌নও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরেও, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছি আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উস্কানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সিলেটে আমাদের এক ভাইকে সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে।  তিনি বলেন, ভবিষ্যতের জন্য আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করা হতে পারে, আমরা অতীতে যেভাবে পরাম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় অব্যাহত রাখবো। দে‌বিদ্বা‌রের মানু‌ষদের উদ্দেশ্য ক‌রে তি‌নি ব‌লেন, আমাদের দেবিদ্বা‌রে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দলমত নির্বিশেষে, বিভিন্ন ধর্মমত নির্বিশেষে, আমরা সম্প্রীতির মধ্য দিয়ে দেবিদ্বারে বসবাস করছি। প্রত্যাশা করব আমরা এই সম্প্রীতিটি যেন ধরে রাখতে পারি। সারা দেশে যে প্রধানতম দলটি গড়ে উঠবে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।  তিনি বলেন, এখানে শিক্ষক রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, খেটে খাওয়া ভাইরা রয়েছেন, সিএনজি চালকরা রয়েছেন, কামার-কুমার, তাঁতি, রাজমিস্ত্রিরা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এসময় অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূমের মুহতা‌মিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মস‌জি‌দের খ‌তিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার মুহতা‌মিম হাফেজ ক্বারি নাজমুল হাসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম