ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে ফিরেছেন শাকিব খান

#

বিনোদন প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  2:43 PM

news image

দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। আজ দুপুর ১২ টা ৩৮ মিনিতে দেশের মাটিতে পা রাখেন। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হোন এ অভিনেতা। গণমাধ্যমকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান। পাশেই শত শত ভক্তদের উপস্থিতিতে মুগ্ধ হোন দেশসেরা এই নায়ক। সবার দিকে তাকিয়ে বললেন, ‘এই ৯ মাস ভক্তদের ভালোবাসা মিস করেছি। এই ভালোবাসা উপেক্ষা করা যায় না। ’ দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে শাকিব বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ, অভিভূত। শাকিব খানকে বহির্গমণ পথ হতে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিপুলসংখ্যক ভক্তদের উপস্থিতির কারণে আগে থেকে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। শাকিবকে বরণ করতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় জমতে শুরু করে। সমবেত হতে শুরু করে ভক্তরা। দুপুর সোয়া দুইটা পর্যন্তও শাকিব খান বিমানবন্দরেই অবস্থান করেন। এর আগে ধাপে ধাপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দূর থেকে সমবেত ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।  বিমানবন্দর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েক হাজার ভক্ত সেখানে সমবেত হয়েছেন।    মিরপুর থেকে আরিয়ান, আরিফ, রায়হান, মাসুম সকলেই সংঘবদ্ধভাবে এসেছেন। জানালেন প্রিয় নায়ককে বরণ করতে এসেছেন তারা। এমন ছোট ছোট অনেকগুলো দল এসে শাকিব খানকে বরণ করতে। শাকিবের দেশে ফেরা নিয়ে বিমানবন্দরে ভক্তরা সমবেত হবে তা আগে জানা গিয়েছিল। এর আগে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ইতোমধ্যে দুই হাজার ভক্ত বিমানবন্দরে উপস্থিত হবে এটা নিশ্চিত। তবে যেভাবে ভক্তরা আগ্রহ দেখাচ্ছে তাতে মনে হচ্ছে সংখ্যা আরো বাড়বে বলেই অভিমত সূত্রের। সূত্রটি কালের কণ্ঠকে বলেছিল, দেশীয় চলচ্চিত্রের উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে। এখানে শাকিব খানের অনেক করণীয় রয়েছে। ভক্তরা তাই প্রিয় নায়কের কাছ থেকে আগামীর পরিকল্পনা শুনতে চায়। যার ফলে সবাই সংঘবদ্ধ হচ্ছে। কয়েক হাজার ভক্ত সমবেত হবে। গতকাল যুক্তরাষ্ট্রে ৯ মাস থাকার অভিজ্ঞতার আলোকে শাকিব বলেন, এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তাঁরা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাঁদের সকাল। দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। মঙ্গলবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম