ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুবাই না করে দিলেও আইপিএল আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০২৫,  12:27 PM

news image

পাক-ভারত চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গার্ডিয়ান 

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত যদি ঘরোয়া পরিস্থিতির কারণে আইপিএল চালিয়ে যেতে না পারে, তবে ইংল্যান্ডে আয়োজন করা যেতে পারে টুর্নামেন্টের বাকি অংশ। সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস। উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএলের ১৮তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠিয়ে দেয়ায় এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত প্রতিক্রিয়া দেখালে দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর জেরেই একসঙ্গে স্থগিত হয়েছে পাকিস্তানের পিএসএল ও ভারতের আইপিএল। আইপিএলের এবারের আসরে এখনো বাকি রয়েছে ১৬টি ম্যাচ, আর পিএসএলের বাকি ৮টি। বিসিসিআই আপাতত সব দলকে বাড়ি ফিরে যেতে বলেছে এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভারত ত্যাগ করেছেন। প্রসঙ্গত, ২০২১ সালেও ইসিবি একই ধরনের প্রস্তাব দিয়েছিল, তবে তখন আইপিএল শেষ পর্যন্ত আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। যদিও ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আইপিএল আয়োজন নিয়ে কোনও সক্রিয় আলোচনা নেই, তবে তারা প্রস্তুত আছে প্রয়োজনে সহায়তা দিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম