ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেমিনির নতুন ফিচারে থাকছে যে নতুন সুবিধা

#

আইটি ডেস্ক

১৬ জুন, ২০২৫,  11:05 AM

news image

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। অফিসিয়াল কিংবা ব্যক্তিগত সব কাজেই মেইল ব্যবহার বেশ নিরাপদ। তবে দীর্ঘ মেইল পড়ে তার উত্তর দেওয়া বেশ সময় সাপেক্ষ। এই সমস্যার সমাধান আনলো গুগলের এআই জেমিনি। এখন কষ্ট করে আর লম্বা মেইল পড়তে হবে না আপনাকে। লম্বা বা দীর্ঘ মেইল পড়ে সারাংশ জানাবে জেমিনি। গুগলের এআই চ্যাটবট জেমিন নিমেষেই আপনার সামনে তুলে ধরবে মূল বক্তব্য। সেখান থেকে আপনি কম সময়ের মধ্যেই এর উত্তর দিতে পারবেন। তবে এটা সুবিধা কেবল জি-মেইলেই পাবেন। এই পদ্ধতিতে ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবেন বলেই মনে করছে সংস্থা।

এই ফিচার কীভাবে কাজ করবে আসুন জেনে নেই-

এই ফিচার ব্যবহারের প্রথম শর্ত হচ্ছে জি-মেইলে অ্যাকাউন্ট থাকতে হবে। এবার ধরুন আপনার কাছে একটি মেইল এসেছে। এবার মেইলের উপরে দেখা যাবে সামারাইজড মেসেজ অর্থাৎ মেইলের সারাংশ। যার নেপথ্যে জেমিনি। ব্যস্ততার ফাঁকে দরকারি অংশটুকু পড়ে নিতে পারবেন। জেনে নিতে পারবেন মূল তথ্য। পরে ফাঁকা সময়ে দেখে নেবেন বিস্তারিত। তবে কোনো ক্ষেত্রে হতেই পারে যে অটোমেটিক্য়ালি সামারাইজড হল না মেইল, তাতেও চিন্তার কিছু নেই। মেইলের পাশেই থাকবে একটি অপশন। তাতে ক্লিক করলেই পেয়ে যাবেন সারাংশ। তবে আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএসের জি-মেইলেই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ওয়েব সংস্করণে ফিচার পেতে কিছুদিন সময় লাগতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম