ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৫,  1:05 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারের আশুলিয়ায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার। দগ্ধ ব্যক্তিরা হলেন-  জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের নিচ তলার দেয়াল ধসে পড়ে। এ সময় বিস্ফোরণে অন্তত ৬ জন দগ্ধ হন। এদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণসামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। সকাল সোয়া ৭টার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির দরজা-জানালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই আগুনে অন্তত ৬ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরে চারজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। এ বিষয়ে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন রশিদ জানান, এ ঘটনায় ৬ জনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজন দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম