গাজায় ১৭ হাজার শিশু নিহত, প্রতিদিন মারা যাচ্ছে ২৮ জন
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই, ২০২৫, 11:02 AM

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই, ২০২৫, 11:02 AM

গাজায় ১৭ হাজার শিশু নিহত, প্রতিদিন মারা যাচ্ছে ২৮ জন
জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৩ হাজারের বেশি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গড়ে প্রতিদিন ২৮টি শিশু গাজায় নিহত হচ্ছে। অর্থাৎ প্রায় প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সমান শিশু প্রাণ হারাচ্ছে, যা চলেছে প্রায় দুই বছর ধরে। তিনি আরও জানান, অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু জুন মাসেই প্রায় ৬ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় ১৮০ শতাংশ বেশি। জাতিসংঘের আন্ডারসেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার জানান, গাজায় খাদ্য সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। মানুষ যখন খাবারের সন্ধানে বের হচ্ছে, তখন তাদের গুলি করা হচ্ছে। ফ্লেচার বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে, আহত হচ্ছে, জোরপূর্বক ঘরছাড়া হচ্ছে এবং মর্যাদা হারাচ্ছে। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব তারা যেন খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করে—এটা জেনেভা কনভেনশনের আওতায় বাধ্যতামূলক। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলোও এই অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।