কেরানীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৫, 10:59 AM

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৫, 10:59 AM
কেরানীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদ গ্রেফতার
কেরারীগঞ্জে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের হাজী তরিকউল্লাহ রোড এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুভ্রত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিস ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মো. আল আমিন জানান, গ্রেফতারকৃত সাহিদ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন উপজেলা ভাইস চেয়ারম্যান। এর বাইরেও তিনি পতিত সরকারের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। আপাতত, তাকে জুলাই আন্দোলনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।