ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক রোস্টন চেজ

#

স্পোর্টস ডেস্ক

১৭ মে, ২০২৫,  11:04 AM

news image

গত মার্চে হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অপরজনকে সরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রভম্যান পাওয়েলকে সরিয়ে দেওয়া নিয়ে সমালোচনাও হয়েছিল। পরবর্তীতে তার জায়গায় ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব দেওয়া হয় শাই হোপকে। আর টেস্টে ক্যারিবীয়দের নেতৃত্বভার দেওয়া হয়েছে ফরম্যাটটিতে ২ বছর না খেলা অলরাউন্ডার রোস্টন চেজকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন চেজ। কিন্তু মাঝে ১৩টি টেস্টের স্কোয়াডে না থাকা এই তারকাকেই লাল বলের ফরম্যাটের দায়িত্ব দেওয়া হলো। একইসঙ্গে টেস্টে তার সহকারী অধিনায়ক করা হয়েছে স্পিনার জোমেল ওয়ারিকানকে। মূলত আগামী ২৫ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। সে লক্ষ্যেই তারা নেতৃত্বে বদল এনেছে। রোস্টন চেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পর উইন্ডিজরা তাকে ছাড়াই আরও ১৩টি টেস্ট খেলেছে। তবে চেজের টেস্ট খেলার বেশ অভিজ্ঞতা আছে। এখন পর্যন্ত তিনি ৪৯টি টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিসহ ২২৬৫ রান করেছেন। একইসঙ্গে ৮৫টি উইকেটও নিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। অর্থাৎ, অধিনায়ক হিসেবে চেজ মাঠে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম