ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইলিয়াসের সঙ্গে সংসার করতে চান সুবাহ, তবে....

#

বিনোদন প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  1:01 PM

news image

স্বামী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করার পর ফের লাইভে এসেছেন নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। সেখানে স্বামীর বিরুদ্ধে সুবাহ অনেক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ‘ইলিয়াস আমাকে সন্দেহ করতো। আমাকে ছবির ডাবিংয়ে যেতে বাধা দিতো। গালিগালাজ করতো, পতিতা বলতো।’ তারপরও ইলিয়াসের সঙ্গে এখনো সংসার করতো চান সুবাহ। তবে তার আগে স্বামীর বিচার চান তিনি। গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। একমাস না যেতেই তাদের সংসার ভাঙার খবর সংবাদমাধ্যমে এসেছে। ইলিয়াস সুবাহর বিরুদ্ধে জিডি করেছেন।

তার ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছেন সুবাহ। মঙ্গলবার লাইভে এসে মডেল-অভিনেত্রী সুবাহ অভিযোগ করেন, ‘ইলিয়াসের নির্যাতনের শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু স্বামী হওয়া সত্ত্বেও ইলিয়াস তাকে দেখতে আসেনি।’ সুবাহ বলেন, ‘সে ভেবেছিল আমার অনেক টাকা। এজন্য সে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পরে যখন জানলো টাকা নাই, তখন আমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিতো। বিভিন্নভাবে আমাকে নির্যাতন করতো।’  এত নির্যাতন সহ্য করার পরও ইলিয়াসের সঙ্গে ‘নুন খেয়ে হলেও সংসার করতে চান’ বলে জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘কোনো মেয়েই চাইবে না তার সংসারটা ভাঙুক। আমার অতীত জেনে শুনে ইলিয়াস আমাকে বিয়ে করেছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপর সংসার।’ সুবাহর করা মামলার বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে ৩ জানুয়ারি দিবাগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ। মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম