আশুলিয়ায় গুলি ও বিদেশি পিস্তল সহ এক যুবক গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৫, 3:53 PM

NL24 News
০১ জুলাই, ২০২৫, 3:53 PM
আশুলিয়ায় গুলি ও বিদেশি পিস্তল সহ এক যুবক গ্রেপ্তার
ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (৩০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া ইর্স্টান হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলার সদর থানার বল্লারটুপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে আশুলিয়ার জামগড়া ইর্স্টান হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। পুলিশ জানায়, সোমবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল জামগড়ার ইস্টার্ন হাউজিং সংলগ্ন রিপনের মালিকানাধীন ভাড়াবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ২য় তলার স্বপনের ভাড়াবাসা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাসা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, অভিযানের সময় স্বপনের ভাড়াবাসায় বেশ কয়েকজন সন্ত্রাসী মিলে মাদকদ্রব্য ইয়াবা সেবন করতে ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়। সে সময় পালানোর চেষ্টাকালে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অস্ত্র গোলাবারত সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হয়েছে আজ তাকে আদালতে পাঠানো হবে।