ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৫,  11:35 AM

news image

২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে টাইগার যুবাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে তিন জাতি এই টুর্নামেন্ট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ দল পরদিন (২৬ জুলাই) একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে।  প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যার মাধ্যমে ১৬ দিনব্যাপী এই ত্রিদেশীয় সিরিজের পর্দা নামবে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি: 

তারিখ                               দল                                                ভেন্যু                  সময়

২৫ জুলাই    জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯    সানরাইজ স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

২৬ জুলাই    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯    সানরাইজ স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

২৮ জুলাই    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯    হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

২৯ জুলাই    জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৩১ জুলাই    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯     হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

১ আগস্ট    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৪ আগস্ট    জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯       হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৬ আগস্ট    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

৮ আগস্ট    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯      হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

১০ আগস্ট                                          ফাইনাল                হারারে স্পোর্টস ক্লাব    ১টা ১৫ মিনিট

প্রসঙ্গত, ২০২৬ সালে ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৬ দলের এই প্রতিযোগিতায় স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়া ২০২৪ আসরে পূর্ণ সদস্য হিসেবে খেলা ১০টি দল জায়গা পেয়েছে। তারা হচ্ছে– অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৫টি দেশ আসবে মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম