ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আফগানদের হারিয়ে টানা তৃত্বীয় জয় তুলে নিল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২১,  11:27 AM

news image

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পথে পাকিস্তান। তবে আফগানিস্তানের বোলিং তোপে মনে হচ্ছিল ম্যাচটি হারতে যাচ্ছে বাবর আজমের দল। কিন্তু ম্যাচের ১৯তম ওভারে ৪ ছক্কা মেরে ছয় বল বাকি থাকতে জয় নিশ্চিত করে আসিফ আলী। আফগানদের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন ধুঁকতে শুরু করেছিল পাকিস্তান, তখনই মাঠে নামেন আসিফ আলি। ১৭তম ওভারে রশিদ খানের শেষ বলে বোল্ড হলেন বাবর আজম। এরপর আফগান পেসার নাভিন-উল হক ১৮তম ওভারে এসে মাত্র ২ রান দিলেন। সেই সঙ্গে পঞ্চম বলে তুলে নিলেন শোয়েব মালিকের গুরুত্বপূর্ণ উইকেটটি। পরের বলটিতে রান হলো না।  তখন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ছিল পিন পতন নীরবতা। হেরে যাওয়ার শঙ্কা নেমে আসে পাকিস্তান সমর্থকদের মাঝে। কেননা জেতার জন্য ১২ বলে ২৪ রান প্রয়োজন পাকিস্তানের। কিন্তু আফগান বোলাররা যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করছেন আর টাইট ফিল্ডিং করছেন, তখন রান বের করাটাই ছিল কঠিন। এরপর আসিফ আলী যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। ১৯তম ওভারে বল হাতে আসলেন করিম জানাত। শুরু হলো আসিফের ছক্কার বৃষ্টি। ওভারের প্রথম বলেই লং অফের ওপর দিয়ে বলকে পাঠিয়ে দিলেন গ্যালারিতে। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলটি মিড উইকেটের ওপর দিয়ে গ্যালারিতে পাঠালেন আসিফ। চতুর্থ বলটি ডট, রান হলো না। পঞ্চম বলে আবারও ছক্কা, লং অফের ওপর দিয়ে গ্যালারিতে। ওভারের শেষ বলটি আসিফ এক্সট্রা কভারের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার ওপারে।  ফলে ওভারটিকে ৬-০-৬-০-৬-৬ অংকে দাঁড় করালেন হিটহিটার আসিফ আলী। তাতে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বীরের মতো মাঠ ছাড়ে পাকিস্তানের এই কান্ডারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম