ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আকস্মিক অবসরের ঘোষণা পুরানের

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৫,  11:08 AM

news image

আচমকা ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। তার এমন সিদ্ধান্ত ধাক্কা হয়েই আসার কথা ক্যারিবিয়ান শিবিরে। কারণ নিজেদের খুঁজে পেতে অনেকদিন ধরেই চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলারও সুযোগ পায়নি দলটি।  টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ব্যাটার নিকোলাস পুরান। এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। কিন্তু হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে সবাইকে রীতিমতো চমকে দিলেন এই মারকুটে ব্যাটার। পুরান তার অবসরের ঘোষণা দেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লেখেন, যে খেলাটিকে আমরা ভালোবাসি, তা অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতেও দিতে থাকবে — আনন্দ, লক্ষ্য, স্মরণীয় স্মৃতি আর ওয়েস্ট ইন্ডিজের মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ। ওই মেরুন জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা আর প্রতিবার মাঠে নামার সময় নিজের সবটুকু উজাড় করে দেওয়া... এগুলোর মানে আমার কাছে ঠিক কতটা গভীর, সেটা শব্দে প্রকাশ করা কঠিন। দলকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া ছিল এমন একটি গর্বের বিষয়, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখবো।’ তিনি লেখেন, যদিও আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের এই অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে, তবু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই মিলিয়ে যাবে না। দলের জন্য এবং গোটা অঞ্চলের আগামীর জন্য আমি কেবল সাফল্য আর শক্তি কামনা করি। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে সর্বোচ্চ চূড়ায় ছিলেন পুরান। গত বছর এই ফরম্যাটে সর্বোচ্চ ১৭০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।  সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বিশ্রাম চেয়েছিলেন ২৯ বছর বয়সী। ফলে তাকে বাইরে রেখেই দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় পুরানের। ওয়ানডে অভিষেক হয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব পার করতে ব্যর্থ হওয়ায় এই ফরম্যাটে আর ম্যাচ খেলেননি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম