ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মনতলা মাধবপুরে ২০ টি দেশীয় বন্যপাখি উদ্ধার বিক্ষোভ মিছিলে সজিব'র নির্দেশনায় সোনারগাঁ যুবদলের যোগদান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি চরফ্যাশন অগ্রণী ব্যাংক পিএলসি উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস পালিত টানা ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইফোন ১৫-তে যে কারণে টাইটেনিয়াম ব্যবহার হয়েছে

#

০৭ নভেম্বর, ২০২২,  10:40 AM

news image

খুব শিগগিরই বাজারে আসছে আইফোন ১৫ আলট্রা। আইফোন সিরিজের সর্বশেষ এই ভার্সনটি তৈরিতে ব্যবহার হয়েছে টাইটেনিয়াম নামের একটি ধাতু। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল ২০১৭ সাল থেকে এই সিরিজের মোবাইল তৈরিতে মরিচারোধী ইস্পাত (স্টেইনলেস স্টিল) ব্যবহার করে আসছে। মরিচারোধী ইস্পাত দিয়ে প্রথম যে ফোনটি তৈরি করা হয়েছিল, সেটির নাম আইফোন ১০। তারপর থেকে এই সিরিজের সব ফোন তৈরি করা হয়েছে এই ধাতুতে। এই প্রথম ইস্পাতের পরিবর্তে ফোন তৈরিতে ব্যবহার করা হচ্ছে টাইটেনিয়াম। অ্যাপলের কর্মকর্তাদের বরাত দিয়ে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ফোনের ওজন কমানো এবং একে আরও টেকসই করতেই টাইটেনিয়াম ব্যবহার করা হচ্ছে। এই ধাতু দিয়ে ফোন তৈরি করা হলে সেটির ওজন ইস্পাতের তুলনায় ৪০ শতাংশ কমে যাবে। এছাড়া ইস্পাতের তুলনায় টাইটেনিয়াম অনেক দৃঢ় ও টেকসই। এখন প্রশ্ন হলো দাম কত হতে পারে সিরিজের এই নতুন আইফোনের। টাইটেনিয়াম যেমন ইস্পাতের চেয়ে টেকসই ধাতু, তেমনি দামিও। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইস্পাতের দাম যেখানে এক থেকে দেড় ডলার, সেখানে প্রতি কেজি টাইটেনিয়ামের দাম ৩৫ থেকে ৫০ ডলার। যেহেতু উৎপাদন ব্যয় বেড়েছে তাই দামও স্বভাতই বাড়ছে সবাই ধরে নেওয়া যায়। তবে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি চলছে, তাতে ফোনের দাম বৃদ্ধি করলে লোকসান গুণতে হতে পারে অ্যাপলকে।এ বিষয়ে অনেক ধরণের আলোচনা থাকলেও অ্যাপলের তরফ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।বিশ্বের সবচেয়ে দামী ও জনপ্রিয় মোবাইল ফোন সিরিজ আইফোন প্রথম বাজারে আসে ২০০৭ সালে। অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী স্টিফ জবস ওই বছর ৯ জানুয়ারি প্রথম আইফোন তৈরির ঘোষণা দেন এবং সেটির সম্ভাব্য নকশা প্রকাশ করেন। তারপর ২০০৭ সালের ২৯ জুন এই সিরিজের প্রথম ফোন আইফোন ১ বাজারে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম