ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে বগি রিজার্ভ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট লাইফ সাপোর্টে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯ ইলিশের দাম বেশি থাকার কারণ জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ১ সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

৯৯৯-এ ফোন পেয়ে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা নারীকে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২৫,  10:52 AM

news image

পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ৩২ বছর বয়সী এক নারীকে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে। রবিবার বিকেলে উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারের সময় ওই নারীর শরীরে মরিচের গুড়া দিয়ে লেপটানো ছিল। ভুক্তভোগী ওই নারীর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।  স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থান ওই নারীকে আলামকাঠী গ্রামে পিরোজপুর-নাজিরপুর সড়কের একটি পার্শ্ব রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে ভুক্তভোগী নারী জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর থেকে অটোরিকশাযোগে নাজিরপুর যাওয়ার পথে বাইপাস এলাকায় তার পরিচিত ৪ জন অটোরিকশাটিতে উঠে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে আবার অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। এছাড়া সে আর কিছুই বলতে পারেনি। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বলা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম