সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার
২১ জুলাই, ২০২৫, 2:23 PM

NL24 News
২১ জুলাই, ২০২৫, 2:23 PM
সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার
মনিরুজ্জামান মনি : পুলিশী সেবা ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ অগ্রসর হলো সাতক্ষীরা জেলা। সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে জেলার সব থানায় আনুষ্ঠানিকভাবে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন জিডি সেবা চালুর এই পদক্ষেপকে অভিহিত করা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। পুলিশের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই “অনলাইন জিডি” অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো নাগরিককে ঘরে বসেই জিডি করার সুযোগ দিয়েছে। এখন থেকে সাতক্ষীরা জেলার সব থানায় নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিখোঁজ ডায়েরি, চুরি, হারানো মোবাইল, দলিলপত্র ও অন্যান্য সাধারণ ডায়েরি করতে পারবেন সহজেই। একবার রেজিস্ট্রেশন করলেই সেবা গ্রহণ করা যাবে বারবার। এই সেবা গ্রহণে গুগল প্লে স্টোর থেকে “Online GD” অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। অতিরিক্ত রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের ফলে থানায় না গিয়ে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় জিডি করতে পারছেন, যা অনেক দিনের জনগণের চাওয়া ছিল। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “এই অনলাইন জিডি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে এবং মানুষের আস্থা ও নিরাপত্তা আরও বাড়াবে। আমরা চাই জনগণ পুলিশের সেবা সহজে ও দ্রুতভাবে পাক।” এ উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ আবারও প্রমাণ করলো যে, তারা আধুনিক ও জনগণের অংশীদারিত্বমূলক পুলিশিং-এ অঙ্গীকারবদ্ধ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিম প্রমুখ।