ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ইলিশের দাম বেশি থাকার কারণ জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ১ সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

লেবানন সীমান্তে সংঘর্ষে তিন সিরিয়ান সৈন্য নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৫,  10:54 AM

news image

লেবানন ও সিরিয়ান সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন সিরিয়ান সৈন্য নিহত হয়েছে।  সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। গত এক মাসের মধ্যে এই প্রথম বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল। গত এক মাস ধরে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার সৈন্যদের মধ্যে সংঘর্ষ চলছিল। এদিকে লেবানন উত্তর ও পূর্ব সীমান্তে সিরিয়ার কাছে এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে। এ অবস্থায় দেশটি আন্তর্জাতিক তহবিলের দাবি জানিয়েছে।  উত্তেজনা কমানোর জন্য লেবানন ও সিরিয়ান সৈন্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সীমান্তে লেবানন তার সৈন্য সংখ্যা বাড়িয়েছে। রবিবার রাতভর দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষে সিরিয়ার সীমান্ত এলাকা থেকে বাসিন্দারা হারমেল অঞ্চলে পালিয়ে গেছে।  সিরিয়ার অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে শনিবার সিরিয়ায় প্রবেশ করে তিনজন সৈন্যকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদেরকে লেবাননে হত্যা করা হয়।  তবে হিজবুল্লাহ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের এ অভিযোগ প্রত্যাখ্যান করে এতে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছে। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ওয়ার মনিটর জানিয়েছে, এ ঘটনায় হিজবুল্লাহ যুক্ত রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার সৈন্যরা হিজবুল্লাহর সমাবেশকে লক্ষ্য করে শেল ছুড়েছে।  এদিকে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত তিন সিরিয়ান সৈন্যের মরদেহ দেশটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম