ঢাকা ২৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে এপ্রোচ সড়কে পানি, ভোগান্তি নিয়ে চলাচল করছে ২০ গ্রামের মানুষ রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল নির্বাচনের আগেই লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোনো সিস্টেমে দেশকে আর চলতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা ব্যস্ত রাস্তায় পড়ল বিমান, দাউদাউ আগুনে নিহত ২ চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা ঘুম ভালো করবে যে ৩ খাবার

ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে রেকর্ড গড়লেন দর্শকরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৪,  10:55 AM

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতের ‘পিঙ্ক বল’ টেস্ট। এই টেস্টে রেকর্ড গড়েছেন দুই দেশের সমর্থকরা। খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন ৫০,১৮৬ জন ক্রিকেটভক্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেওয়া এটাই আনুষ্ঠানিক ঘোষণা। দিনের একটা পর্যায়ে সংখ্যাটা ছিল ৩৬২২৫, এরপর দিনের শেষ পর্যন্ত সেই সংখ্যাটা ছাপিয়ে যায় ৫০ হাজার। যা অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার কোনো টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। এর আগে ২০১১-১২ সালে অস্ট্রেলিয়া যখন ভারতকে হোয়াইটওয়াশ ৪-০ ব্যবধানে করেছিল, সেই সিরিজে অ্যাডিলেডে একদিনে ৩৫,০৮১ জন সমর্থক দুই দলের খেলা দেখতে হাজির হয়েছিলেন। এবার সেই রেকর্ডই ভেঙে গেল স্টার্ক বনাম বিরাট, বুমরাহ বনাম হেডের দ্বৈরথ দেখার জন্য। অ্যাডিলেডে দর্শক ধারণক্ষমতা ৫৩ হাজারের বেশি। ২০২০ বোর্ডার-গাভাস্কার সিরিজে এই ভেন্যুতে মাত্র ৩৬ রানে অলআউটের লজ্জায় পুড়েছিল ভারত। ফলে আজ থেকে শুরু হওয়া টেস্ট নিয়ে দর্শকদের আগ্রহ বেশি থাকবেই বলে আশা করছিল আয়োজকরা। ভারত-অস্ট্রেলিয়ার চলমান সিরিজের প্রথম টেস্ট হয়েছিল পার্থের অপ্টাস স্টেডিয়ামে। যেখানে ভারতের বিপক্ষে স্বাগতিক অজি শিবির ২৯৫ রানে হেরে যায়। সেই টেস্টের প্রথম দিনে পার্থে উপস্থিত ছিলেন ৩১৩০২ জন এবং দ্বিতীয় দিনে মাঠে আসেন ৩২৩৬৮ জন সমর্থক। মোট ৯৬ হাজার ৪৬৩ জন সমর্থক পার্থে ম্যাচ দেখতে এসেছিলেন, যা পার্থের সব মাঠ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। আর পার্থের নতুন মাঠে সর্বোচ্চ। সিরিজের আরও তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিত। সেখানেও প্রচুর সমর্থক খেলা দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম