ঢাকা ২৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে এপ্রোচ সড়কে পানি, ভোগান্তি নিয়ে চলাচল করছে ২০ গ্রামের মানুষ রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল নির্বাচনের আগেই লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোনো সিস্টেমে দেশকে আর চলতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা ব্যস্ত রাস্তায় পড়ল বিমান, দাউদাউ আগুনে নিহত ২ চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা ঘুম ভালো করবে যে ৩ খাবার

ব্যস্ত রাস্তায় পড়ল বিমান, দাউদাউ আগুনে নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২৫,  2:55 PM

news image

শহরের ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ‘ফ্রেসিয়া আরজি’ আল্ট্রালাইট উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কে মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয়। এ সময় সড়কে থাকা গাড়িগুলো প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে। উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়াতে এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) ও তার সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। জানা গেছে, সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন। দুজনেরই বাড়ি লম্বার্দির রাজধানী মিলানে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। তবে সফল না হয়ে সেটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। এতে দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের চালক আহত হন। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্রেসিয়া পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করেছে। এরই মধ্যে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত জুনে ভারতের আহমেদাবাদের একটি লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট। লন্ডনের গ্যাটউইকগামী ওই ফ্লাইটে ২৬০ জনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম