ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২৪,  1:59 PM

news image

ভারতের তামিল নাড়ুর কালাকুরিচিতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে ওই এলাকার দূরত্ব ২৫০ কিলোমিটার। গত কয়েকদিন ধরে তামিল নাড়ুতে ৫৫ জন ব্যক্তি ওই বিষাক্ত মদ ক্রয় করেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে পুদুচেরিদে এবং ৬ জনকে মালেম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। খবর এনডিটিভি। বিষাক্ত মদপানে নিহত অনেকে করুনাপুরাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় এক নারী তার ছেলেকে হারিয়েছেন। তিনি জানান, তার ছেলে প্রচণ্ড পেটে ব্যথায় ভুগছিলেন এবং চোখ খুলতে পারছিলেন না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যুর পর ওই রাজ্যের সরকার সব মদের দোকান বন্ধ ঘোষণা করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক বুটলেগারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ভেজাল মদপানের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামিলনাড়ুর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘তারা ঠিক কী খেয়েছিল তা আমরা তদন্ত করছি। আমরা তিন জনকে গ্রেপ্তার করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’ এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, ২৬ জনের পান করা দেশি মদের প্যাকেট থেকে নমুনা নিয়ে ফরেনসিক করা হয়েছে এবং সেখানে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা ও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম