
NL24 News
০২ আগস্ট, ২০২৫, 4:14 PM

সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি'র সিও লেফটেন্যান্ট কর্ণেল একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সহ বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন স্বাগত বক্তব্যে ১৯৫২, ১৯৭১ ও গত বছরের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। সম্মেলনে উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান।