ঢাকা ২৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে বিএসটিআই’র অভিযান সঞ্চিতা ফিলিং স্টেশনকে জরিমানা পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের কবরস্থানের জায়গা ঠিক করে দিলেন প্রধান উপদেষ্টা শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ সচিবালয় ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ শেখ হাসিনার দুদকের ৬ মামলার বিচার হবে দুই আদালতে ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা

ট্রাম্পের সঙ্গে বিতণ্ডার পর জেলেনস্কিকে বুকে জড়িয়ে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২৫,  10:50 AM

news image

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্যবিনিময় বর্তমানে গোটা বিশ্বে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর জেলেনস্কিকে সমর্থন জানিয়ে ইউরোপের বহু দেশের রাষ্ট্রপ্রধানরা বার্তা দিয়েছিলেন।  হোয়াইট হাউস কাণ্ডের পর জেলেনস্কি শনিবার ব্রিটেনে গিয়ে পৌঁছান। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দেখা করেন তিনি। স্টারমার বুকে জড়িয়ে ধরেন জেলেনস্কিকে। বলেন, “গোটা ব্রিটেন ইউক্রেনের পাশে রয়েছে। যতদিনই লাগুক (শান্তি ফেরাতে) না কেন, ইউক্রেনের পাশে থাকব আমরা।” এদিকে ব্রিটেনের কাছ থেকে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের ঋণ পেয়েছে ইউক্রেন। সেই ঋণ পেয়ে জেলেনস্কি বলেন, এই অর্থের সাহায্যে ইউক্রেনেই অস্ত্র তৈরির কাজ সম্ভব হবে।  ব্রিটেন জানিয়েছে, রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে যে লাভ হয়েছিল, তা থেকে ৫০ বিলিয়ন ডলারের প্যাকেজ দেওয়ার কথা ছিল জি৭ দেশগুলোর। সেই প্যাকেজের অন্তর্গত এই ঋণ দেওয়া হয়েছে কিয়েভকে। উল্লেখ্য, আমেরিকাও এই জি৭ গোষ্ঠীতে রয়েছে  ব্রিটেনের কাছে থেকে ঋণ পেয়ে জেলেনস্কি বলেন, “ব্রিটেনের মতো এমন পার্টনার এবং বন্ধু পেয়ে আমরা গর্বিত। যুদ্ধের শুরু থেকেই আমাদের সমর্থন করার জন্য ব্রিটিশদের ধন্যবাদ জানাতে চাই।” আজ রবিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা জেলেনস্কির। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম