ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী ফেনীতে বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই মাদরাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর মরদেহ, হত্যার অভিযোগ খাবারের জন্য অপেক্ষায় থাকা ৮৫ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৯ ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে যেসব সবজি প্লে স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপ চেনার উপায় ৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষার সূচি ও আসন বিন্যাস প্রকাশ ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট

চার পাকিস্তানি পুলিশসহ ৮ জনকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৫,  11:11 AM

news image

পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে চার পুলিশসহ ৮ জন নিহত হয়েছেন। দেশটির বেলুচিস্তানে পৃথক দুই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, শনিবার পাঞ্জাব প্রদেশের চার শ্রমিককে বেলুচিস্তানের কালাত জেলায় গুলি  করে হত্যা করা হয়। এছাড়া নোশকি জেলায় একইভাবে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

কালাতের ডেপুটি কমিশনার (ডিসি) ক্যাপ্টেন জামিল বালোচ একটি বিবৃতিতে বলেছেন, দুপুর আড়াইটার দিকে কালাটের মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায় ‘অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে।’ শ্রমিকরা একসঙ্গে পাঁচজন থাকলেও একজন বেঁচে গেছেন। তারা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বোরওয়েল ড্রিলার হিসাবে কাজ করছিলেন।

ডিসি আরও বলেছেন, লেভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলোকে ডাক্তারি পরীক্ষার জন্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র মান্দে হাজিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। এদিকে, নোশকির সিনিয়র পুলিশ সুপার হাশেম খান বলেছেন, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা গরিবাবাদ এলাকায় টহলরত পুলিশের একটি দলের উপর গুলি চালালে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য নিহত হন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরস্ত্র শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপরাধ শ্রমিক ও বেসামরিক নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম