ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

ইরানে ভূমিকম্প: নিহত ৪, আহত শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৪,  11:18 AM

news image

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের কাশমারে মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে রিখটার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্পে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জন। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে ইরান ইন্টারন্যালশনালের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৭ জুন) স্থানীয় সময় রাত দেড়টায় ইরানের কাশমার শহরে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তিনি জানান, ভূমিকম্পে বেশ কয়েকেটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছে। এতে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরানে প্রতি বছর গড়ে দশ হাজারেরও বেশি ভূমিকম্প হয়। ইরানে সবচেয়ে বড় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরো ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরো পাঁচ লাখ মানুষ। পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরে ২০২৩ সালে ৫ দশমিক নয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে তিনজন মারা গিয়েছিল এবং ৮০০ জনেরও বেশি আহত হয়েছিল। জানুয়ারির ওই ভূমিকম্পে ৭০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম