ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

‘প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন’, ভক্তদের ওমর সানী

#

বিনোদন প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  12:28 PM

news image

নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দুই যুগেরও বেশি সময় ধরে ঢাকায় সিনেমায় তার পথচলা।  ‘কুলি’খ্যাত এই গুণি অভিনেতার অভিনীত অসংখ্য ব্যবসাসফল সিনেমা এখনো দর্শক মনে গেঁথে আছে। ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়। বিভিন্ন বিষয় ফেসবুকে নিয়মিত লেখালিখি করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন সফল এ অভিনাতে। এবার জনপ্রিয় এ চিত্রনায়ক তার ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান তিনি । ওমর সানী লিখেন,

আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না তাই নামাজ টা শুরু করেন প্লিজ। আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই ,আত্মীয়স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে ভবিষ্যতে থাকবে না, অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরী! সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান। এনএম সাজু নামে একজন কমেন্টে লেখেন, ইনশাআল্লাহ! আজকে থেকেই শুরু করছি মামা!  মোজাম্মেল হোসেন নামে একজন কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ ! খুব প্রয়োজনীয় আহবান। ধন্যবাদ প্রিয় ভাই। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। শামসুদ্দিন হিরা নামে একজন লেখেন, মৃত্যুই সত্য। আমাদের এই নশ্বর জীবনে একমাত্র সততা ঈমান আমল ও আল্লাহর প্রতি তাকওয়াই নিজের থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম