ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনে ইসির চিঠি ইসরায়েলি অবরোধে অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু , গাজায় এক দিনে নিহত ১১৬ উদ্বেগ আর শঙ্কায় শিল্পোদ্যোক্তারা আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন

‘দর্শকদের উন্মাদনায় আমি মুগ্ধ’: জ্যাকুলিন

#

বিনোদন ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  10:20 AM

news image

ক্যারিয়ার বাঁচাতে এরইমধ্যে বলিউড তারকারা দক্ষিণী সিনেমায় মনোযোগী হচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত বহুল আলোচিত দক্ষিণী সিনেমা ‘বিক্রান্ত রণা’। এদিকে সিনেমাটি মুক্তির একদিন পরই পর্দায় আসছে দিশা পাটানির ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমাটি। দক্ষিণী সিনেমার কাছে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এরইমধ্যে সিনেমাটি কোরিয়ান সিনেমার রিমেক বলে গুঞ্জন শুরু হয়েছে। মুক্তির আগে এমন আলোচনা বলিউড সিনেমার জন্য অশনি সংকেত বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে গতকাল মুক্তি পাওয়া ‘বিক্রান্ত রণা’ সিনেমার ‘আরে আরে রাক্কামা’ শিরোনামের একটি গানের ট্রিজার। যা সামনে আসতেই লুফে নিয়েছে দর্শকরা। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমার এই গানটি ভারতীদের অনুভূতিকে নাড়া দিয়েছে। যার প্রভাব বক্স অফিসে ভালোভাবেই পড়তে যাচ্ছে।এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘দর্শকদের উন্মাদনায় আমি মুগ্ধ। মিডিয়াকে ধন্যবাদ, তারা সিনেমাটির প্রচারে অনেক সহযোগিতা করছেন। আশা করছি, যে প্রত্যাশা নিয়ে দর্শকরা হলে ঢুকবেন সেটা পূরণ হবে।’ এছাড়া বলিউড সিনেমা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না দক্ষিণী সিনেমার সঙ্গে বলিউড সিনেমা প্রতিযোগিতা করছে। ভালো কাজ হলে দর্শক দেখবেই, সেটা যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন!’ উল্লেখ্য, অনুপ ভান্ডারি পরিচালিত বিক্রান্ত রণা সিনেমাটিতে জ্যাকুলিনের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা কিচ্ছা সুদীপ, নিতা অশোকসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম