ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

‘আমি জানতামই না তাকে আর পি নামে চেনে’

#

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২২,  10:24 AM

news image

দীর্ঘদিন ধরে প্রেম নিয়ে বারবার আলোচনার জন্ম দিচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। তার প্রেমিকের তালিকায় একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও প্রথম স্থানটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। কিছুদিন আগে টি২০ বিশ্বকাপের সময় ঋষভের টানে অস্ট্রেলিয়া ছুটে গিয়েছিলেন এই অভিনেত্রী। নেটিজেনরা এমনটাই মনে করেন। কিন্তু সম্প্রতি ঊর্বশীর দাবি করেছেন, এতদিন বুঝতেই পারেননি, সমস্যাটা শুরু হয়েছিল ইনস্টাগ্রামে ‘আর পি’ নাম ব্যবহার করেছিলেন বলে! তবে ওই নাম ঋষভ পন্থের নামের সংক্ষিপ্তকরণ নয়, জানালেন ঊর্বশী। তিনি জানিয়েছেন, ‘আর পি’ বলতে তিনি বুঝিয়েছেন সহ-অভিনেতা রাম পোথিনেনিকে।

তিনি বলেন, ‘আর পি আমার সহ-অভিনেতা রাম পোথিনেনি। আমি জানতামই না যে, ঋষভ পন্থকেও লোকে আর পি নামে চেনে! লোকে যা খুশি ভেবে নেয়, তার পর তা নিয়ে লিখতে থাকে। আমি বলবো, গুজবে কান দেওয়ার আগে একবার যুক্তি দিয়ে ভেবে নেওয়া উচিত। একজন একটি গুজব ছড়ালে সেটা আপনারা বিশ্বাস করবেন? বিষয়টি কী এতই সহজ?’ এদিকে অস্ট্রেলিয়া যাওয়া নিয়েও হাসির খোরাখে পরিণত হয়েছেন এই অভিনেত্রী। যা নিয়ে রীতিমতো বিব্রত তিনি। ঊর্বশী বলেন, ‘বিনা দোষে আমাকে কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ক্রিকেটারই সব সম্মান পেল, অভিনেত্রী বলে আমি পাবো না কেন? আমরা সব সময় এই তুলনা দেখতে পাই, ক্রিকেটারদের সম্মান অভিনেতাদের থেকে অনেক বেশি। এর কারণ কী খেলোয়াড়রা বেশি রোজগার করেন? ঠিক জানি না। আমার তো মনে হয় দেশের প্রতিনিধিত্ব যারা করেন তারা সবাই গুরুত্বপূর্ণ। আমিও কতবার দেশের হয়ে কত জায়গায় গিয়েছি, তখন তুলনা টেনেছি কী?’ ঊর্বশীর আরও বলেন, আসলে সমাজিক যোগাযোগ মাধ্যম গালিগালাজ করার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। তাতে একে অন্যকে অনুপ্রেরণা দিচ্ছে। এতে ঘৃণা আর হিংসার প্রচার ছাড়া অন্য কী হয়, একটু বলবেন আমাকে?’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম