ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

৬৫ কোটির ডুপ্লেক্স বাড়ি কিনলেন জাহ্নবীরা

#

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  12:10 PM

news image

বলিউডের অন্যতম আলোচিত তরুণ অভিনেত্রী, শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর। বেশ কিছু সিনেমায় দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। বাবা বনি কাপুর ও ছোট বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন জাহ্নবী। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, জাহ্নবী কাপুর ও তাঁর পরিবার মিলে মুম্বাইয়ের পশ্চিম পালি হিল বান্দ্রায় একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। বিভিন্ন খবরে প্রকাশ, সেই বাড়ির দাম প্রায় ৬৫ কোটি রুপি। মানি কন্ট্রোলের খবর, ওই অ্যাপার্টমেন্ট ৬,৪২১ স্কয়ার ফিটের। রয়েছে খোলা বাগান। দ্বিতীয় তলায় রয়েছে সুইমিং পুল। পাঁচটি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। বনি কাপুর ও তাঁর দুই মেয়ে ওই ডুপ্লেক্স বাড়ির জন্য স্ট্যাম্প ডিউটি খরচ করেছেন ৩.৯০ কোটি রুপি। চুক্তি ও নিবন্ধন সম্পন্ন হয়েছে ২০২২ সালের ১২ অক্টোবর। যদিও তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। বলে রাখা ভালো, ২০২১ সালে মুম্বাইয়ের জুহুতে ৩৯ কোটি রুপির সম্পত্তি কিনেছেন জাহ্নবী কাপুর। তবে বিভিন্ন খবর বলছে, ৩,৪৫৬ স্কয়ার ফিটের সেই অ্যাপার্টমেন্টটি নায়ক রাজকুমার রাওয়ের কাছে ৪৪ কোটি রুপিতে বিক্রি করেছেন জাহ্নবী কাপুর।৪ নভেম্বর মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘মিলি’। সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে প্রশংসা পাচ্ছে তাঁর পারফরম্যান্স। এতে আরও অভিনয় করেছেন সানি কুশল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম