ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

স্ত্রী আথিয়ার গোপন কথা ফাঁস করলেন রাহুল

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  11:03 AM

news image

জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েছেন ক্রিকেটার কেএল রাহুল ও আথিয়া শেঠি। বিয়ের খবর সামনে আসবার পর থেকেই সংবাদ শিরোনামে রাহুল-আথিয়া। এবার এ জুটি তাদের গোপন কথা ফাঁস করলেন। সাম্প্রতি রাহুল-আথিয়ার কথা হয় একটি গণমাধ্যমের সঙ্গে। তারকা দম্পতির অনেক উত্তরই চমকে দিয়েছে ফ্যানদের। আথিয়া জানান, দুজনের মধ্যে রাহুল ভালো রাঁধুনি। ফাঁস করেন লকডাউনে রুটি জ্বালিয়ে ফেলেছিলেন আথিয়া।  কে ভালো গাড়ি চালায়? জবাবে রাহুল বলেন, ‘ও জানেই না গাড়ি চালাতে’। পাশে বসে আথিয়া বলে ওঠেন— ‘হ্যাঁ, আমি কাউকে জীবন সংকটে ফেলত চাই না’। কে প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিল? এই প্রশ্ন শুনে দুজনেই বেশ চিন্তিত। আথিয়া বলেন, ‘আমার তো মনে নেই। বোধহয় ওই দিয়েছিল’। সম্মতি জানান রাহুলও। দুজনের মধ্যে ঝগড়া হলে প্রতিবার ক্ষমা চাইতে হয় আথিয়াকেই— আক্ষেপের সুরে বলেন রাহুলের স্ত্রী। চুপি চুপি রাহুলকে বলতে শোনা গেল— ‘হ্যাঁ, কারণ ভুলটা ওই করে, আমি নই’। পরবর্তী ধাপে পরস্পরের জন্য কিছু প্রশ্ন রাখেন যুগল। সেখানে আথিয়ার ক্রিকেট নিয়ে জ্ঞানের পরীক্ষা নেন রাহুল। ফ্রি হিট কী থেকে রাহুলের রেকর্ড, সবকিছুই গড়গড়িয়ে বললেন আথিয়া। এর পর আথিয়ার কাছে প্রশ্ন ছিল— পরিবারের কাকে সবচেয়ে বেশি ভয় পান আথিয়া? কে আথিয়ার সবচেয়ে কাছের মানুষ? রাহুলের অকপট জবাব— ‘আথিয়া কাউকে ভয় পায় না; বরং গোটা পরিবার আথিয়াকে ভয় পায়। আর হ্যাঁ, ও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ওর মায়ের’। চার বছরের সম্পর্ক রাহুল-আথিয়ার। সুনিল শেঠির খান্ডালার খামারবাড়িতে বসেছিল রাহুল-আথিয়ার বিয়ের আসর। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া, সঙ্গে পরেছিলেন কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলেছিল সাদা রঙা শেরওয়ানিতে। বিয়ের আসরে ১০০ জন অতিথি উপস্থিত ছিল দুই তরফে। জানা গেছে, আইপিএলের পর্ব মিটলে অনুষ্ঠিত হবে রাহুল-আথিয়ার রিসেপশন পর্ব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম