ঢাকা ২৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা ঘুম ভালো করবে যে ৩ খাবার মুসলমানদের বেআইনিভাবে তাড়িয়ে দিচ্ছে ভারত অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিল ইসরাইল রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয়: ফখরুল খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলিতে নিহত ৪ এবার মারা গেলেন মাইলস্টোনের অফিস সহায়ক মাসুমা নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে এআই: সিইসি স্বাভাবিক হয়নি মাইলস্টোনের পরিবেশ, রোববার ও সোমবার ছুটি ঘোষণা শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ

সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলা, নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৪,  10:56 AM

news image

সুদানের একটি হাসপাতালে হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। স্থানীয় সময় শুক্রবার উত্তর আফ্রিকার দেশটির আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। উত্তর দারফুর রাজ্যের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ইব্রাহিম খাতির জানান, আরএসএফ একটি ড্রোন থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি হাসপাতালে রোগীদের সঙ্গীদের স্থান লক্ষ্য করে। যার ফলে রোগীর স্বজনদের মধ্যে নয়জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। সৌদি হাসপাতাল হলো আল-ফাশিরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া একমাত্র হাসপাতাল।  আরএসএফ  এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেনি। সুদানে সেনাবাহিনীর বিরুদ্ধে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ২০ মাস ধরে চলা যুদ্ধে আল-ফাশির একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গত বছরের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান। আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে টানা ২০ মাসের এই লড়াইয়ে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে অনেকের মতে, এ সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি হতে পারে। এছাড়াও জাতিসংঘ বলছে, সুদানের গৃহযুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে। জাতিসংঘের ধারণা, চলমান সংঘাতে সুদানে ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে- দেশটির জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। এর মধ্যে ২০ লাখেরও বেশি সুদানি প্রতিবেশি দেশে পালিয়ে গেছে। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি, সিনহুয়া


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম