ঢাকা ২৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে ২৫ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ ডেমরায় হেলে পড়ল বহুতল ভবন ড. ইউনূসের নামে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয় নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২ ইউরোপের তিন দেশে কমিটি দিল এনসিপি

সাতক্ষীরা সীমান্তে ১৪৬ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

#

২৭ জুলাই, ২০২৫,  12:47 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এরমধ্যে রয়েছে ১৪৬ বোতল ভারতীয় মদ, ভারতীয় ওষুধ, শাড়ি, আগরবাতি, পুরাতন মোবাইল ইত্যাদি। শনিবার (২৬ জুলাই)  তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, সুলতানপুর, ভোমরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে একযোগে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়ার মজুমদার খাল ও দখলের মোড় এলাকা থেকে ১৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই সঙ্গে কাকডাঙ্গা, সুলতানপুর, পদ্মশাখরা ও ভোমরা বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ, শাড়ি, বোরকা ও পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করা হয়, যা চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে বাংলাদেশে পাচার করছিল। বিজিবি সূত্র জানায়, এসব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে যথাযথ প্রক্রিয়ায় সেগুলো ধ্বংস করা হবে। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এই চোরাচালানের ফলে দেশের রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেশপ্রেম ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো।” স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম