ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন কাজল আগরওয়াল

#

বিনোদন ডেস্ক

০৮ মে, ২০২২,  3:40 PM

news image

মা দিবসে নিজের সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ইনস্টাগ্রামে সন্তানের উদ্দেশে দীর্ঘ চিঠিও লিখেছেন তিনি। কাজল তার প্রথম সন্তানের নাম রেখেছেন নীল। গত ১৯ এপ্রিল জন্ম হয়েছিল নীলের। আজ রবিবার ইনস্টাগ্রামে ছেলের উদ্দেশে কাজল লিখেছেন, ‌‘যখন আমি তোর ছোট্ট হাত নিজের হাতে নিয়েছি, তোমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করেছি এবং সুন্দর চোখ দুটো দেখেছি, আমি সারাজনমের জন্য ভালোবেসে ফেলেছি।

তুমি আমার প্রথম সন্তান, প্রথম ছেলে, আমার প্রথম সবকিছু।’ কাজল আরও লিখেছেন, ‘সামনের বছরগুলোতে আমি তোমাকে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। কিন্তু এরইমধ্যে তুমি আমাকে বহু কিছু শিখিয়েছো। মা হতে কী লাগে তা শিখিয়েছো, নিঃস্বার্থ হওয়া শিখিয়েছো। বিশুদ্ধ ভালোবাসা কী; তা শিখিয়েছো। শরীরের বাইরেও আমার  হৃদয়ের একটা অংশ থাকতে পারে; সেটাও শিখিয়েছো। এই যাত্রা ভীতিকর মনে হয়েছে কিন্তু তার চেয়ে বড় জিনিসটা হলো, এই যাত্রা সুন্দর। আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। প্রথম এ সবকিছু শেখার সঙ্গী হওয়ায় তোমাকে ধন্যবাদ। অন্য কেউ এটা করতে পারতো না। সৃষ্টিকর্তা তোমাকে বেছেছেন, আমার ছোট্ট রাজপুত্র। তুমি আমার সূর্য, আমার চাঁদ, আমার আঁখিতারা। এটা কখনো ভুলো না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম